ছবি: সংগৃহীত
চ্যানেল এস ডেস্ক:
টানা সাতদিন ধরে কারফিউ চলছে। বুধবার থেকে কারফিউ কিছুটা শিথিল করা হলেও এসময় কাজ পাচ্ছেন না দিনমজুরেরা। যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন যাত্রা।
আর্থিক আয় কমে যাওয়ায় ও বাজারের নিত্যপন্যের দাম বেশি হওয়ায় পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছে অনেকে। অনেকের দিন কাটছে অর্ধাহারে ও অনহারে। সংকট দূর করতে দ্রুত কারফিউ প্রত্যাহারের দাবি দিন মজুরেদের। কারফিউ এর মধ্যে তাদের জীবন কাটছে কীভাবে জানতে চাইলে তারা বলেন, কারফিউ এর কারণে তারা একেবারেই কাজ পাচ্ছেন না। সারদিনে আয় করেন মাত্র ২০০-৪০০ টাকা । যা দিয়ে নিজে চলা ও পরিবার চালানো অনেক দুঃসাধ্য হয়ে পড়েছে। এসম অফিস আদালত ও স্কুল কলেজ পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানান তারা। এমন পরিস্থিতিতে এনজিওগুলো যেন কিস্তি না নেন এমন দাবি ও করে তারা।
মন্তব্য করুনঃ