• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১৭:৫১ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক


সোমবার ১৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩২



১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

নাশকতার ১২ মামলায় গত ২৯ ফেব্রুয়ারি ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তাকে সব মামলায় অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন। 

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইশরাক হোসেনের বিরুদ্ধেও নাশকতার মামলা হয়। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার সাত, রমনা মডেল থানায় তিন ও মতিঝিল থানায় দুই মামলাসহ ১২টি মামলা দায়ের করা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ