• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৭:৫২ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করল পরিবেশ মন্ত্রণালয়


রবিবার ১৫ই অক্টোবর ২০২৩ সকাল ১০:৫৪



১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করল পরিবেশ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

শব্দ দূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সচিবালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

৪ অক্টোবর শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, সব ধরনের পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ এবং স্কাউটসহ সংশ্লিষ্ট সবার সহায়তা নেওয়া হবে বলে জানানো হয়। 

এছাড়া এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন করার কথা জানানো হয়। স্থানগুলো হলো- ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণী মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ