• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৮:৫৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খালিদ ও রানার তোপে ২৮০ রানে থামল শ্রীলঙ্কা


শুক্রবার ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৪



খালিদ ও রানার তোপে ২৮০ রানে থামল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে লাঞ্চের আগেই শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নেন সৈয়দ খালেদ আহমেদ-শরীফুল ইসলামরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। 

নিজের ইনিংস বড় করতে পারেননি লঙ্কান অধিনায়ক কুসাল মেন্ডিসও। তাকে গালিতে জাকির হাসানকে ক্যাচ দিতে বাধ্য করেন খালেদ। এরপর বাংলাদেশের পেসারদের বোলিং তোপে শ্রীলঙ্কার বাকি ব্যাটাররাও ছিলেন আশা যাওয়ার মিছিলে। রান আউটে কাটা পড়েছেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র ৫৭ রান যোগ করতেই লঙ্কানদের ইনিংসের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। 

শেষের দিকে ক্যাচ মিস না হলে, হয়ত আরও বিপদে পড়তে হতো লঙ্কানদের। এরপরই সেঞ্চুরি করেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। যে কারণে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। তবে চা বিরতির পর নাহিদ রানার পরপর ৩ উইকেটে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। যে কারণে ২৮০ রানের মধ্যেই লঙ্কানদের আটকাতে সমর্থ হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে পেসার খালেদ আহমেদ এবং নাহিদ রানা উভয়েই নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ