• ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৫০:১৭ (06-May-2024)
  • - ৩৩° সে:

'ক্রিকেট ঈশ্বর' শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ


বুধবার ২৪শে এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৮



'ক্রিকেট ঈশ্বর' শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ে জন্মগ্রহণ করা কোঁকড়ানো চুলের ছেলেটা যে একসময় ক্রিকেটকে রাজত্ব করবে তা কে চিন্তা করেছিল। কঠোর পরিশ্রম ও দুর্দান্ত প্রতিভার সেই ছেলেটা বনে যান 'ক্রিকেট ঈশ্বর'। ক্রিকেট মাঠে ২৪ বছর শাসন করা সেই ছেলেটির নাম শচীন রমেশ টেন্ডুলকার। আজ ৫১ বছরে পা দিলেন তিনি। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় লিটল মাস্টারের। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। সেই সঙ্গে করেছেন ১০০টি শতক। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের বেশি রান এবং ২০০ এর বেশি উইকেট রয়েছে তার ঝুলিতে। এটি ছিল শচীনের পরিসংখ্যানের হালকা একটু ঝলক। ২৪ বছরের ক্রিকেটে ক্যারিয়ারে শচীন ভারতকে অনেক কিছু দিয়েছেন। গড়েছেন এমন কিছু রেকর্ড, যা আদৌ কেউ ভাঙতে পারবেন কি না তা সন্দেহ আছে। সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কিংবা সর্বোচ্চ রানের রেকর্ড সবকিছুতেই তিনি ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। তার রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। সর্বাধিক ম্যাচ ২৪ বছরের ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার মোট ৬৬৪টি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত কোন ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। শুধুমাত্র ২০০টি টেস্ট ম্যাচই খেলেছেন শচীন। সেই রেকর্ডও কারও নেই। সেই সঙ্গে ৪৬৩টি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ৬৬৪টি ম্যাচ খেলে ৪৮.৫২ গড়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি শতরান করেছেন তিনি। রয়েছে ২৬৪টি অর্ধশতক। ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে শতরানেরও 'শতরান' করেছেন 'ক্রিকেট ঈশ্বর' শচীন। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন মাস্টার ব্লাস্টার। শতকের মাইলফলকে তার ধারেকাছে কেউ নেই। একই ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক সেঞ্চুরি শচীনের ঝুলিতে সেই রেকর্ডও আছে। ১৯৯৮ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ৩৯টি ম্যাচ খেলে শচীন করেছিলেন মোট ২,৫৪১ রান। যেখানে তার গড় ছিল ৬৮.৬৭। সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সিরিজ সেরার পুরস্কারের তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। মোট ২০ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি (পাঁচবার টেস্টে, ১৫ বার ওয়ানডে ক্রিকেটে)। ক্যারিয়ারে সর্বাধিক বাউন্ডারি ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মোট ৪,০৭৬-র বেশি চার এবং ২৬৪টি ছক্কা মেরেছেন শচীন। যে তালিকায় তার ধারেকাছে নেই কেউ। দ্বিতীয় স্থানে সাঙ্গাকারা আছেন। তার বাউন্ডারির সংখ্যা ৩,০১৫ এবং ছক্কা ১৫৯টি। ব্যাটসম্যান শচীন বল হাতেও নিয়েছেন ২০০টি উইকেট (টেস্ট ও ওয়ানডে)। এছাড়াও প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ২০০ রানের অপরাজিত ইনিংস।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ