চ্যানেল এস ডেস্ক:
শরীরে আগুন লাগিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানালেন একদল ফিলিস্তিনি সমর্থক! শুক্রবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বিক্ষোভে ঘটে এ ঘটনা। খবরয় রয়টার্সের।
পুলিশ জানায়, ইসরায়েলি কনস্যুলেটের সামনে সমাবেশকালে এমন ঘটনা ঘটান কয়েকজন। বিক্ষোভের একপর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তারা। এতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিক্ষোভকারীরা। এক নিরাপত্তাকর্মী তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনাকে উগ্রবাদী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে প্রশাসন। জোরদার করা হয়েছে আশপাশের এলাকার নিরাপত্তা। এ ধরনের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দেবে, এমনটাই দাবি কনস্যুলেট কর্তৃপক্ষের।
মন্তব্য করুনঃ