• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০০:৩৯ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

পলাশবাড়ীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত


রবিবার ১লা জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৫৯



পলাশবাড়ীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

পলাশবাড়িতে বই বিতরণ উৎসব

সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়িতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১ জানুয়ারী) সকালে পলাশবাড়ি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে পলাশবাড়ি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মহাতাব হোসেন ও এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল চন্দ্র সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->