• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৫:১৫ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

মমতাকে নিয়ে ‘শালীনতার সীমা লঙ্ঘন’ করে মন্তব্য, বিজেপি প্রার্থীকে নোটিশ


শনিবার ১৮ই মে ২০২৪ দুপুর ১২:০৬



মমতাকে নিয়ে ‘শালীনতার সীমা লঙ্ঘন’ করে মন্তব্য, বিজেপি প্রার্থীকে নোটিশ

ছবি: সংগৃহীত'

আন্তর্জাতিক ডেস্ক: 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবার (২০ মে) বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। 

সাবেক বিচারপতি অভিজিৎ চলমান লোকসভা নির্বাচনে মেদিনীপুরের তমলুক আসন থেকে নির্বাচন করছেন। নির্বাচন কমিশন তাঁর মন্তব্যকে ‘বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘন এবং কুরুচিকর’ বলে উল্লেখ করেছে। 

গত বুধবার মেদিনীপুরের হলদিয়ায় এক নির্বাচনী জনসভায় অভিজিৎ বলেন, ‘তৃণমূল বলছে, রেখাপাত্রকে কেনা হয়েছিল ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লাখ টাকা গুঁজে দিলে চাকরি হয়। কেউ ১০ লাখ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়? কেন তোমার দাম ১০ লাখ টাকা! তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখাপাত্র গরিব মানুষ বলে?’ 

এ বক্তৃতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ বিতর্ক চলছে। এ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, সাবেক বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুৎসিত ভাষায় মমতাকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘মমতা তুমি কত টাকায় বিক্রি হও?’ 

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ ব্রায়েন। তাঁদের অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিল নির্বাচন কমিশন। 

ভারতে এবার লোকসভার নির্বাচন হচ্ছে সাত দফায়। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে চার দফায় ৩৮০টি আসনে ভোট হয়ে গেছে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। এতে পশ্চিমবঙ্গে বনগাঁও, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ আসনে ভোট গ্রহণ হবে। ২৫ মে পঞ্চম দফা ও আগামী ১ জুন শেষ দফা ভোট গ্রহণ শেষে ৪ জুন ফল ঘোষণা করা হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->