• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:২২:৫০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

মাদ্রিদের ড্রেসিংরুমে আমাদের কেউ গোনায় ধরেনি: মদ্রিচ


সোমবার ১২ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৩৩



মাদ্রিদের ড্রেসিংরুমে আমাদের কেউ গোনায় ধরেনি: মদ্রিচ

ছবি : সংগৃহীত

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে লুকা মদ্রিচের বীরত্বে ফাইনাল খেলেছিল ইউরোপের অন্যতম পরাশক্তি ফুটবল দেশ ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও ফেভারিট ব্রাজিলকে বিদায় জানিয়ে শেষ চারে যায়গা করে নেয় ক্রোয়াটরা। কোয়ার্টার ফাইনালে লিভাকোভিচের বীরত্বের দিনে হয়তো নিজের সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন লুকা মদ্রিচ। অথচ এই ক্রোয়াটদের ফেভারিট হিসেবে ধরেনি লুকা মদ্রিচের ক্লাব ফুটবলের সতীর্থ্যরা। তিনি জানান, রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে আমাদের কেউই গোনায় ধরেনি।

ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। লুকা মড্রিচ, কোভাসিচ, ব্রোজভিচ আর পেরেসিচকে নিয়ে গড়া মিডফিল্ড দলের মূল শক্তি। সবশেষ ২০ ম্যাচে মাত্র একবার হেরেছে ক্রোয়েশিয়া। অথচ, বিশ্বকাপের আগে ফুটবল বোদ্ধারা কি ক্রোয়াটদের ফেভারিটের কাতারে রেখেছিল?

সম্প্রতি আরটিভিই কে দেয়া সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ বলেন, বিশ্বকাপ শুরুর আগে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অনেক আলোচনা হচ্ছিল। ফেভারিটের তালিকা তো দুরের কথা আমাদের কেউ গোনায় ধরেনি। আমি সবাইকে বলেছিলাম, ‘ক্রোয়েশিয়ার দিকে চোখ রেখো’।

মঙ্গলবার দিবাগত রাত (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় প্রথম সেমিফাইনালে আরেক ল্যাতিন পরাশক্তি দেশ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ