• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২৭:২৬ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

বাঘার পর এবার বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৪:৫৩



বাঘার পর এবার বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: চ্যানেল এস

বাগমারা প্রতিনিধি: 

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের নেতা বাবুল হত্যার রেশ না কাটতেই এবার বাগমারা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাঘায় আওয়ামী লীগ নেতা বাবুল হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলমের করা বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়। 

শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ বাগমারা নিউমার্কেটের সামনে এ মানববন্ধনের ডাক দেয়। এসময় বাগমারা আসনের এমপি আবুল কালাম আজাদ পক্ষের লোকেরা উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে ওই নিউমার্কেটের সামনে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

মন্তব্য করুনঃ


-->