• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫১:৪৮ (18-May-2024)
  • - ৩৩° সে:

বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট


শনিবার ৪ঠা মে ২০২৪ সকাল ১১:৩৪



বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। রাস্তা অবরোধের ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে সাধারণ মানুষজনকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। 

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।  

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, শ্রমিকদের না জানিয়ে বিনা নোটিশে বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে নেমে অবস্থান নিয়েছে প্রায় চারশ পোশাক শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে তারা এই অবস্থান নেয়। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবে। সড়ক স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ