• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০১:৪০:২৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

১২:০৪ পিএম, ০৯ জুলাই ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর


মঙ্গলবার ৯ই জুলাই ২০২৪ দুপুর ১২:০৪



ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে আজ বেইজিংয়ে বাংলাদেশ-চীন ব্যবসা ও বিনিয়োগ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পাশাপাশি বিনিয়োগের আহ্বান জানান। 

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরো বাড়ানোর লক্ষে চীন-বাংলাদেশ ব্যবসায়ীদের অংশীদের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের নিজেদের অংশীদার খুঁজে নিতে এগিয়ে আসার আহ্বান জানান। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড এই সম্মেলনটির আয়োজন করে। সম্মেলনে বক্তারা দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ১৬ টি সমঝোতা স্মারক সই হয়। 

চারদিনের সফরে চীন সফর করছেন প্রধানমন্ত্রী। কাল বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর ১১ জুলাই দেশে ফিরবেন তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->