• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৫:১০ (09-May-2024)
  • - ৩৩° সে:

স্টোকসের সেঞ্চুরিতে ৩৩৯ রানে থামলো ইংল্যান্ড


বুধবার ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬



স্টোকসের সেঞ্চুরিতে ৩৩৯ রানে থামলো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ডেভিড মালানের ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় ইংল্যান্ডের। এরপর বাকি সময়টা লড়ে যান বেন স্টোকস। 

হাঁকান সেঞ্চুরি। শেষদিকে ক্রিস ওকসের ফিফটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। 

বিশ্বকাপের ৪০তম ম্যাচে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।  

আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংস লম্বা করতে পারেননি বেয়ারস্টো। ১৫ রানে তার বিদায়ের পর তিনে নেমে কিছুক্ষণ লড়ে যান জো রুট। মালানের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। রুটকে ২৮ রানে ফিরিয়ে এই জুট ভাঙেন ফন বিক। এরপর দ্রুত উইকেট হারান হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মঈন আলী (৪)।  

সপ্তম উইকেটে লড়তে থাকা স্টোকসকে সঙ্গ দেন ক্রিস ওকস। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা স্টোকসের সঙ্গে তিনি গড়েন ১২৯ রানের জুটি। ৪৪ বলে ফিফটিরও দেখা পান এই ব্যাটার। এরপর আর এক রান যোগ করতেই হারান উইকেট। তবে লড়ে যান স্টোকস। ৭৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ ওভারের চতুর্থ বলে এসে হারান ‍উইকেট। এর আগে তিনি খেলে যান ৮৪ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৮ রানের ইনিংস। 

ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বাস ডি লিড। জোড়া উইকেট পান আরিয়ান দুত ও ফন বিক। একটি উইকেট তুলে নেন পল ফন মিকারেন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ