• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৭:০৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত


শুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৪৫



থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড (তৃতীয়) টার্মিনালের বাউন্ডারি দেয়াল ভেঙে একটি বাস ঢুকে পড়েছে। এতে সিভিল এভিয়েশনের এক মাঈদুল ইসলাম সিদ্দিকী নামে প্রকৌশলী মারা গেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, সকালে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসে নিচে চলে আসে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ