• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৬:২৬ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

বদলে যাওয়া আর্জেন্টিনার মূল কারিগর স্কালোনি


শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৪৬



বদলে যাওয়া আর্জেন্টিনার মূল কারিগর স্কালোনি

ছবি : সংগৃহীত

২০১৮ বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির অধীনে ভরাডুবি হয় আর্জেন্টিনার। রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় আলবিসেলেস্তাদের। এরপর সাম্পাওলিকে সরিয়ে কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় স্কালোনির হাতে।

আর্জেন্টিনা যুব দলের দায়িত্বে থাকা স্কালোনির হাতে গুরুদায়িত্ব তুলে দেওয়ায় নাখোশ ছিলেন অনেক খেলোয়াড় থেকে সতীর্থরাও। চাপের মুখে দায়িত্ব নেওয়া স্কালোনির জন্য ছিলো বড় চ্যালেঞ্জ।

আর সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই উতরে যান এই আর্জেন্টাইন। তার অধীনেই ২০২০ সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করে আলবিসেলেস্তারা। ২৮ বছর পর প্রতীক্ষার পর অধরা শিরোপা ধরা দেয় তাদের হাতে। এরপর ইতালিকে হারিয়ে ফাইনালিজিমার শিরোপাও নিজেদের করে নেয় স্কালোনির শিষ্যরা।

বিশ্বকাপে আগে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিলো মেসিরা। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্যভাবে হারলেও ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বাকিটা পথ জয়ের ধারায় থেকে উঠে আসে ফাইনালের মঞ্চে।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের শিরোপা ধরে রাখার ম্যাচে লাঁ ব্লুজ খ্যাত ফ্রান্সের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শীর্ষরা।

মন্তব্য করুনঃ