• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:২৩ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লার দেবিদ্বারে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যার অভিযোগ


রবিবার ১৪ই এপ্রিল ২০২৪ দুপুর ১২:৫০



কুমিল্লার দেবিদ্বারে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক একটি সালিশ বৈঠকে শামীম আহাম্মদ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রাম্য সালিশদারদের বিরুদ্ধে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়নের উজানীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শামীম আহাম্মদ ওই গ্রামের মৃত আবদুল খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে তথ্য জানার স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ।  

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা। ঘটনার প্রত্যাক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাতে ৮টার দিকে মনির হোসেন ও শামীম আহাম্মদের পরিবারের মধ্যে একটি বিরোধ মীমাংসা নিয়ে মনির হোসেনের উঠানে সালিশ বৈঠক বসেছিল। সেখানে গ্রাম্য সালিশদার ইউপি সদস্য হিরণ সরকার, সিদ্দিক সরকার, মোস্তফা সরকার, সাইফুল ইসলাম ব্যাপারিসহ গ্রামের ১৫/২০ জন উপস্থিত ছিলেন। সালিশ মীমাংসার শেষ পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় উজানীজোড়া গ্রামের মো.আলিম খন্দকারের নেতৃত্বে সাদেক খন্দকার, সুমন খন্দকার, আউয়াল খন্দকারসহ আরও ৫/৬ মনির হোসেনের পক্ষে উপস্থিত হলে বৈঠকে হট্টগোল শুরু হয়। 
  
বৈঠকের এক পর্যায়ে সাদেক খন্দকার বলে উঠেন, তোমরা কি হাত কি ব্যাংকে রাইখ্যা আসছো? এ কথা বলার সঙ্গে সঙ্গে সুমন খন্দকার শামীমকে চর থাপ্পর ও কিল-ঘুষি মারতে থাকেন। পরে বৈঠকে বসা আলিম খন্দকার উত্তেজিত হয়ে নিজের বসার কাঠের চেয়ার তুলে শামীমকে এলোপাতারি পিটাতে থাকেন। এক পর্যায়ে শামীম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩৫মিনিটে তার মৃত্যু হয়।  

পরে নিহতের স্বজনরা মরদেহ এলাকায় নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়েন শামীমের বৃদ্ধা মা জোবেদা খাতুন ও আত্মীয় স্বজনরা। ছেলের মরদেহের সামনে বুক চাপড়ে বিলাপ করতে করতে জোবেদা খাতুন বলেন, আইনের কাছে, সরকারের কাছে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। তারা আমার চোখের সামনে আমার সোনা মানিককে পিটিয়ে মারল। তারা আমার ছেলেকে বাঁচাতে আসল না। 
     
অভিযুক্ত আলিম খন্দকারের বাবা আবু মুসা খন্দকার বলেন, প্রেম ঘটিত বিষয়ে নিয়ে একটি শালিশ বৈঠক বসে। আমাদের বাড়ির এক লোক ওই বাড়ির ননদ বিয়ে করছে। তারাই আমার ছেলেকে খবর দিয়ে নিয়ে গেছে। লোকজনের মুখে শুনেছি, শামীম আহাম্মদ শালিশ বৈঠকে একটি মেয়ে তার জন্মের বলে চিৎকার করায় আমার ছেলে উঠে চেয়ার দিয়ে পিটা দে। আমি এর চেয়ে আর কিছু বলতে পারব না।  

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ৯৯৯ খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ওই গ্রামে যায়। সেখানে অভিযুক্ত কাউকে পায়নি। শামীমকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে জানতে পারি। পরে শনিবার দুপুরে শামীম মারা যায়। তার লাশ বাড়িতে নিয়ে আসছিল তার স্বজনরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা জোবেদা খাতুন একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ