• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:২৮:৫৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে এমবাপ্পে


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৫৮



চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে এমবাপ্পে

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : 

চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি।

লিগ ওয়ানে বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৩-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়েন এমবাপ্পে। প্রাথমিকভাবে মনে হয়েছিল, চোট হ্যামস্ট্রিংয়ে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিবৃতিতে পিএসজি জানায়, বাম উরুতে চোট পেয়েছেন এমবাপ্পে। এতে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

আগামী ৪ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে পিএসজি। এর মধ্যে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি। এছাড়া ফরাসি কাপে মার্সেইয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও খেলতে পারবেন না এমবাপ্পে। একই ম্যাচে মাঠ ছাড়েন সার্জিও রামোসও। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের চোট নিয়ে এখনও কিছু জানায়নি পিএসজি।

লিগ ওয়ানে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আগামী শনিবার তুলুসের বিপক্ষে খেলবে তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ