• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০১:৪০:২০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

০৬:২৮ পিএম, ২০ জুন ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
শিক্ষাঙ্গন

সিলেটে ৮ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত


বৃহঃস্পতিবার ২০শে জুন ২০২৪ সন্ধ্যা ০৬:২৮



সিলেটে ৮ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবর্তিত রুটিন পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 

এদিকে শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা স্থগিতে ফলে এই পরীক্ষাগুলো আপাতত হবে না। 

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের অনেক উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলোর নদ-নদীর পানি বৃদ্ধির ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->