• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১২:০৮ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

০৭:১০ পিএম, ১৮ জুন ২০২৪


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
আবহাওয়া
জনদুর্ভোগ

সিলেটে দ্বিতীয় দফার বন্যায় পাঁচ শতাধিক গ্রাম প্লাবিত


মঙ্গলবার ১৮ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১০



সিলেটে দ্বিতীয় দফার বন্যায় পাঁচ শতাধিক গ্রাম প্লাবিত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সিলেট ২০ দিনের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে জেলার দশ উপজেলার তিন লক্ষাধিক মানুষ নতুন করে পানিবন্দি হয়েছেন। নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা-কুশিয়ারাসহ সিলেটের সবগুলো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে দশ উপজেলার অর্ধ সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার সকালে ৪টি নদীর পানি ৬ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, সিলেটে ২৪ ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগামী দুইদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 ভারতের চেরাপুঞ্জিতে মঙ্গলবার ৬টা পর্যন্ত ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে দ্রুত বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছেন অন্তত দুই লাখ মানুষ।

 এ ছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা। সিলেট নগরীতেও শাহজালাল উপশহর, দরগাহমহল্লা, কাজলশাহ, বাগবাড়ি, পাঠানটুলাসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও বিমানবন্দর সড়ক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে জলমগ্ন। সিলেট জেলা প্রশাসন জানায়, মোট ৫৩৮টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

 এর মধ্যে ৫টি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩৪৩ জন আশ্রয় নিয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->