• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৫:৪৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

০১:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
অপরাধ
ব্যাংক ও বীমা

উত্তরার ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার ৮


রবিবার ১২ই মার্চ ২০২৩ দুপুর ০১:৫৩



উত্তরার ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার ৮

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

রাজধানীর উত্তরার তুরাগে ডাচ বাংলা ব্যাংকের বুথের টাকা লুটের ঘটনায় সিলেট অঞ্চল থেকে টাকাসহ ৮ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (১২ মার্চ) সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। এদিকে, টাকা লুটের ঘটনায় তুরাগ থানায় দায়ের হওয়া মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের টাকা বহনকারী সিকিউরিটি কোম্পানির ২ পরিচালকসহ ৭ জনকে আটক করে পুলিশ। তবে, তখন জানানো হয়েছিল ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে ডিবি। তবে উদ্ধার হওয়া সেই অর্থের পরিমাণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ