• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:১৯:৩২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

তিন বছরের চুক্তিতে লিভারপুলের কোচ হলেন স্লট


মঙ্গলবার ২১শে মে ২০২৪ দুপুর ১২:৪৩



তিন বছরের চুক্তিতে লিভারপুলের কোচ হলেন স্লট

লিভারপুলের নতুন কোচ হলেন আর্না স্লট। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

সবকিছু আগে থেকেই নিশ্চিত ছিল। শুধু আনুষ্ঠানিকতাটা বাকি ছিল। সেটাই করে ফেলল লিভারপুল।

ফেইনুর্ডের কোচ আর্না স্লটকে আগামী তিন বছরের জন্য চুক্তি করিয়েছে অলরেডরা। ৪৫ বছর বয়সী এই ডাচকে কোচ করে আনতে ফেইনুর্ডকে ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। 

গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন স্লট। এবার তার অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড। ২০২১ সালে ফেইনুর্ডের দায়িত্ব নেন স্লট। তার অধীনে সেই মৌসুমেই কনফারেন্স লিগের ফাইনালে খেলে ফেইনুর্ড। যদিও ফাইনালে রোমার কাছে হেরে যায় তারা। কিন্তু তার পরের মৌসুমেই অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ ২৪ বছর পর ফেইনুর্ডকে লিগ শিরোপা এনে দেন স্লট।

চলতি বছরের শুরুতেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ইয়ুর্গেন ক্লপ। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে লিভারপুল। প্রথমদিকে কয়কজনের নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত ফেইনুর্ডের ডাচ কোচের দিকে আগ্রহ দেখায় অলরেডরা। এবার তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটিও সেরে ফেলল তারা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->