ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে মিজানুর রহমান বাদলের নেতৃত্বে দলীয় নেতারা।
প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক :
তৃতীয়বারের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
রবিবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি ৩/এ-তে অবস্থিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে দলীয় নেতারা ওবায়দুল কাদেরকে এ শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, আওয়ামী লীগ নেতা হাসিবুস শহীদ আলোক, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ