• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:২৫:০৫ (10-Sep-2024)
  • - ৩৩° সে:

২০ বছরের ছোট ভারতীয় সুন্দরীর প্রেমে ডি ক্যাপ্রিও!


শনিবার ৩রা জুন ২০২৩ দুপুর ০২:১৯



২০ বছরের ছোট ভারতীয় সুন্দরীর প্রেমে ডি ক্যাপ্রিও!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

লিওনার্দো ডি ক্যাপ্রিও ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু তাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অস্কারজয়ী এ অভিনেতার লাভ লাইফ নিয়েও আলোচনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, নিজের চেয়ে ২০ বছরের ছোট ভারতীয় এক সুন্দরীর প্রেমে পড়েছেন ‘টাইটানিক’-এর জ্যাক। 

কে এই সুন্দরী? নাম নীলম গিল। পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বর্তমানে ব্রিটিশ নাগরিক ২৮ বছরের সুপার মডেল। জানা গেছে, মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু করেছেন নীলম। ফ্যাশন জগতে বেশ সুনাম রয়েছে তার। লিওনার্দোর সঙ্গে হয়ত সেই সূত্রেই আলাপ। 

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নীলমকে দেখা গেছে। সেখানে এবার লিওনার্দোও অতিথি ছিলেন। ৪৮ বছরের অভিনেতাকে নাকি নীলম ও তার মায়ের সঙ্গে নৈশভোজ সেরে রেস্তোরাঁ থেকে বের হতেও দেখা গেছে। অবশ্য কিছু সংবাদমাধ্যমের দাবি, নীলম ও লিওর মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু যা রটে তা কিছু তো বটে, এমন কথাও বলা হচ্ছে। 

লিওর জীবনের নারীরা বেশির ভাগই মডেল। এর মধ্যে রয়েছেন ব্রাজিলের জিসেল, ইজরায়েলের বার রাফায়েল, জার্মানির টোনি গার্ন এবং আমেরিকার কামিলা মোরোনে। এই তালিকায় নীলম আছেন কি না সময়ই বলে দেবে।

মন্তব্য করুনঃ


-->