• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ১০:১১:০৯ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত লাখ গ্রাহক


বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০২৪ দুপুর ১২:৫৪



স্মরণকালের ভয়াবহ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত লাখ গ্রাহক

ছবি: চ্যানেল এস

চ্যানেল এস ডেস্ক: 

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা। 

অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বন্যাকবলিত এসব এলাকার প্রায় সাত লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জেলার আরও নতুন নতুন এলাকায়। ভেসে গেছে কয়েকশো মাছের ঘের, মুরগি খামার, আমনের বীজতলা, শাকসবজি খেত এবং ঝড়ো বাতাসে ভেঙে গেছে গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->