• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ১২:১১:১৮ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ার চুকনগরে ব্যাবসায়ীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


রবিবার ২৩শে জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৬



ডুমুরিয়ার চুকনগরে ব্যাবসায়ীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার স্লোগানে খুলনার ডুমুরিয়ার চুকনগরে ব্যাবসায়ীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মেসার্স নন্দি ট্রেডিং কর্পোরেশনের আয়োজনে খেলার উদ্বোধন করেন চুকনগর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শ্যামল নন্দি। বিশ্বজিৎ নন্দির সার্বিক তত্ত্বাবধানে ও বিল্লাল হোসেন গাজীর পরিচালনায় খেলায় অংশ নেয় চুকনগর যশোর রোড উত্তর ব্যাবসায়ী ফুটবল একাদশ বনাম দক্ষিণ ব্যাবসায়ী ফুটবল একাদশ। খেলায় টাইব্রেকারে দক্ষিণ ব্যাবসায়ী ফুটবল একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় নন্দি ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী কৃষ্ণ নন্দী এবং সমাজসেবক নুরুল ইসলাম গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


-->