• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৫৩:৫৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

‘নকআউটে অপরাজিত’ তকমা নিয়ে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড


বুধবার ১৫ই নভেম্বর ২০২৩ সকাল ১০:৫৬



‘নকআউটে অপরাজিত’ তকমা নিয়ে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ নভেম্বর) মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। টানা ৯ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে রোহিত শর্মার দল। তবে ম্যাচটা সেমিফাইনাল বলেই কিছুটা চাপে থাকবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে কখনোই আইসিসি ইভেন্টের নকআউটে হারাতে পারেনি তারা। 

ওয়াংখেড়ের উইকেট এবারের বিশ্বকাপে ব্যাটারদের দুই হাত ভরে দিয়েছে। বিগ ম্যাচেও কি অব্যাহত থাকবে সেই ধারা? মাঠে এসেই উইকেটে চোখ বুলিয়ে নিলেন স্বাগতিক কোচ ও অধিনায়ক। কিছু সময় আলোচনাও হয়ে গেলো দু'জনের মধ্যে। এ মাঠেই ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। নিশ্চিতভাবেই সেমির আগে যা আত্মবিশ্বাস যোগাবে তাদের। 

অবশ্য ভারত দল নিয়ে আশাবাদী হওয়ার কারণ আছে আরও। লিগ পর্বে টানা ৯ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া, ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। রাহুল দ্রাবিড়ের দল দুর্বার, দুর্দান্ত। তাদের যেন কোনো দুর্বলতা নেই। ব্যাটিংয়ে কোহলি, রোহিত, গিল, সূর্যকুমার, বোলিংয়ে বুমরাহ, শামি, জাদেজা; কাকে নিয়ে পরিকল্পনা করবে নিউজিল্যান্ড? 

ওয়াংখেড়ের মহারণের আগে ঘুরে ফিরে আসল গত বিশ্বকাপের সেমিফাইনালের কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হেরে যাওয়া ম্যাচটা থেকেও আছে শিক্ষণীয় অনেক কিছু। আপাতত সেসব নিয়ে ভাবছেন না রোহিত। ঠান্ডা মাথায় বাকি দুই ম্যাচ জিততে চান ভারত অধিনায়ক। 

রোহিত বলেন, ‘চাপ তো থাকবেই। বিশ্বকাপের প্রতিটা ম্যাচ সমান। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা অবশ্যই আগের ব্যর্থতাগুলো থেকে শিখেছি। তবে অতীত নিয়ে ভেবে লাভ নেই, ম্যাচ ডেতে যে ভালো করবে, তারাই জিতবে। 

বিশ্বকাপের টানা পঞ্চম সেমিফাইনালে নিউজিল্যান্ড। দুর্দান্ত শুরুর পর মাঝে ছন্দপতন হলেও কিউইরা ফিরেছে ট্র্যাকে। প্রত্যাশার চেয়েও ভালো খেলছেন রাচিন রবীন্দ্র। সেমিতেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। অধিনায়ক কেন উইলিয়ামনসনও ফিট হয়ে ফিরেছেন, পাচ্ছেন রানের দেখা। সেমিফাইনাল খেলতে নামার আগে আত্মবিশ্বাসী অধিনায়ক। তবে দুই ফাইনালে শিরোপা হারানোর বেদনা ভুলতে পারছেন না। 

উইলিয়ামসন বলেন, ‘স্বাগতিকদের মাঠে সেমিফাইনাল খেলা অনেক চ্যালেঞ্জের। আমরা ম্যাচটা উপভোগ করতে চাই। অনেক পরিশ্রম করেছি। শিরোপার কাছে গিয়ে জিততে না পারা কষ্টের। আমরা বড় কিছু অর্জন করতে চাই।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ