ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করায় দুই রুশ পাইলটকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন ওই ড্রোনটি কৃষ্ণ সাগরে ভূপাতিত হয়েছে। এদিকে ওই অঞ্চলে আবারও নিজেদের নজরদারি কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা’র।
এসইউ-২৭ যুদ্ধবিমানের ওই দুই পাইলটের হাতে শুক্রবার (১৭ মার্চ) এই সম্মাননা তুলে দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এসময় তিনি ওই দুই পাইলটের প্রশংসা করে বলেন, ক্রাইমিয়ার কাছাকাছি একটি এলাকায় ওই ড্রোনটি উড়তে বাধা দিয়েছিলেন তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দ্য মস্কো টাইমস জানায়, ট্রান্সপন্ডারস বন্ধ রেখে উড়ছিল সীমানা লঙ্ঘন করা ওই ড্রোনটি। ওই এলাকাটি বিশেষ সামরিক অপারেশনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে ড্রোনটি ওই অঞ্চলে প্রবেশ করে আন্তর্জাতিক আকাশসীমার সব ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে।
এদিকে ক্রেমলিনপন্থী রাজনৈতিক বিশ্লেষক সের্গেই মারকভ বলেছেন, এই সম্মাননার মানে হচ্ছে ‘রাশিয়া স্পষ্টতই’ মার্কিন ড্রোন ভূপাতিত করা অব্যাহত রাখবে। আর রুশ সরকারের এমন সিদ্ধান্ত জনগণের সমর্থনও লাভ করবে বলে জানান মারকভ।
মন্তব্য করুনঃ