• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ০১:০৩:৪৪ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

যারা পেলেন ৭৭তম বাফটা পুরস্কার


মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৪



যারা পেলেন ৭৭তম বাফটা পুরস্কার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর বসেছিল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে।

সেখানে বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। মনোনয়নের মতো মূল আসরেও বাজিমাত করেছে তার ছবি ‘ওপেনহেইমার’। বাফটায় সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে সিনেমাটি।

উল্লেখযোগ্য বিভাগে এবারের বাফটা অ্যাওয়ার্ডস যারা পেলেন-

সেরা ছবি: ওপেনহাইমার  

আউটস্ট্যান্ডিং বৃটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা নির্মাতা: ক্রিস্টোফার নোলান

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: দা’ভিন জয় রান্দোলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভারস

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা সম্পাদনা: ওপেনহাইমার

সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস

সেরা মেকআপ ও হেয়ার: পুওর থিংস

সেরা অরিজিনাল স্কোর: ওপেনহাইমার

সেরা প্রডাকশন ডিজাইন: পুওর থিংস

সেরা সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: পুওর থিংস

সেরা বৃটিশ শর্ট অ্যানিমেশন: ক্র্যাব ডে

সেরা বৃটিশ শর্টফিল্ম: জেলিফিশ অ্যান্ড লবস্টার, ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শকের ভোটে): মিয়া ম্যাককেনা (ব্রুস)।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ