• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ১২:১০:২৮ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ের বোদা শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন


সোমবার ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২৪



পঞ্চগড়ের বোদা শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বোদা উপজেলার বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আজাহার আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান ও বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


-->