• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ১০:১২:০৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারতের বিপক্ষে ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ


মঙ্গলবার ১৪ই মার্চ ২০২৩ দুপুর ০১:১৯



ভারতের বিপক্ষে ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্যাট কামিন্সের মা। যে কারণে অজিদের নিয়মিত অধিনায়ক কামিন্স ভারতে দলের সাথে যোগ দিচ্ছেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে তারকা ব্যাটার স্টিভেন স্মিথের কাঁধে। ভারত সফরে শেষ দুই টেস্টে অধিনায়কত্ব করেছিলেন এই অজি ব্যাটার।

কামিন্সের নেতৃত্বে প্রথম দুই টেস্টে হেরে যাওয়া অস্ট্রেলিয়া অনেকটাই ঘুরে দাঁড়ায় স্মিথের নেতৃত্বে। তৃতীয় টেস্ট জিতে নেয় তারা, ড্র করে চতুর্থ টেস্ট।

২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ হওয়ার পর নেতৃত্বেও নিষেধাজ্ঞা ছিল স্মিথের। সেই নিষেধাজ্ঞা কাটানোর পর তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। কামিন্সের অনুপস্থিতিতে গত চার বছরে চারটি টেস্টে নেতৃত্ব দিয়ে ফেললেন তিনি। তবে এই দফায় ওয়ানডেতে প্রথমবার টস করতে নামবেন তিনি।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, প্যাট কামিন্স ফিরে আসবে না। বাড়িতে যা হয়েছে, সেটা সামাল দিচ্ছে সে। এই কঠিন সময়ে তার জন্য আমাদের সহানুভূতি আছে।

গেলো বছর অ্যারন ফিঞ্চের অবসরের পর প্যাট কামিন্স ওয়ানডে নেতৃত্বও পান। এরপর মাত্র ২ ম্যাচে অজিদের নেতা হিসেবে খেলেছেন তিনি। শুক্রবার (১৭ মার্চ) মুম্বাইয়ে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ।

কনুইয়ের চোট কাটিয়ে ডেভিড ওয়ার্নারের ফেরা অবশ্য নিশ্চিত হয়েছে। চোট কাটিয়ে ফিরছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলও। ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের এই সিরিজের ম্যাচগুলো আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ