• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৩:৪৬ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং


সোমবার ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২১



রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে তাকে বহন করা বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। 

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি অবতরণের আগেই লাল গালিটায় মোড়ানো কার্পেটের সামনে শি জিনপিংকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করছিল। 

পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন দিনের মাথায় চীনের প্রেসিডেন্ট এই সফরে গেলেন। তবে রাশিয়া বা চীন আইসিসির সদস্য রাষ্ট্র নয়। তাই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে তারা আমলে নিচ্ছেন না বলেই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। 

বেইজিং এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাবের পর শি জিনপিং মস্কো সফরে গেলেন। তবে চীনের এই মধ্যস্থতার প্রস্তাবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে সেরকম সাড়া পাওয়া যায়নি। বরং পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ না করতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত মস্কো সফর করবেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিইং বলেন, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীন একটি ‘নিরপেক্ষ ও ন্যায্য’ অবস্থান নেবে এবং শান্তির লক্ষ্যে আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

ইউক্রেনের বিশ্বাস, প্রেসিডেন্ট শি মস্কোতে এই সফরে যাওয়ার মাধ্যমে বাকি বিশ্বকে এরকম একটা বার্তা দিতে চাইছেন যে, রাশিয়ার কিছু মিত্র অন্তত আছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ