• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৫৫:১৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

পিএসজিকে বিদায় বললেন সার্জিও রামোস


শনিবার ৩রা জুন ২০২৩ দুপুর ০১:৪৫



পিএসজিকে বিদায় বললেন সার্জিও রামোস

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

লিওনেল মেসি চলতি মৌসুমেই পিএসজি ছাড়বেন, এটা এক প্রকার নিশ্চিত ছিল। ক্লাবটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের বৃহস্পতিবার (১ জুন) স্পষ্ট করে দিয়েছিলেন, এটাই পিএসজিতে মেসির শেষ ম্যাচ। এদিকে গুঞ্জর রয়েছে নেইমারও প্যারিস ছাড়তে যাচ্ছেন। 

তবে এই দুই তারকার আগে আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন অন্য এক তারকা ফুটবলার। শুক্রবার (২ জুন) রাতে আকস্মিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সার্জিও রামোস। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে পিএসজিও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের খবর নিশ্চিত করে রামোস লিখেছেন, ‘আগামীকালের (আজ) দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’' 

রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। স্পেনের সাবেক ফুটবলারের সঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টদের চুক্তির মেয়াদ এবারের গ্রীষ্মে শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ আর নবায়ন করা হবে না বলে রামোস ও ক্লাবের পক্ষ থেকে শুক্রবার নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ