• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪১:১৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

২ বছর পর ফেসবুক-ইনস্টাগ্রাম ফিরে পাচ্ছেন ট্রাম্প


বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:৫৪



২ বছর পর ফেসবুক-ইনস্টাগ্রাম ফিরে পাচ্ছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জানুয়ারি) একথা জানিয়েছে মালিক প্রতিষ্ঠান মেটা। খবর সিএনএন’র।

খবরে বলা হয়েছে, ফিরে পেলেও ঠিক কবে সচল হবে তা নিশ্চিত করেনি মেটা। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার জেরে বন্ধ করে দেয়া হয় তার অ্যাকাউন্ট দুটি। ফেসবুকে ৩৪ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ২৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে ট্রাম্পের।

এদিকে সচল হলেও সহিংস বা উস্কানিমূলক পোস্ট ঠেকাতে কড়াকড়ির কথা জানায় সোশ্যাল মিডিয়াটি। কমিউনিটি বিধি লঙ্ঘন করলে ডিলিট করে দেয়া হবে পোস্ট। এমনকি এক মাস থেকে দুই বছরের জন্য বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। ব্লক করা অন্যান্য অ্যাকাউন্ট সচলেও নেয়া হবে ব্যবস্থা।

গত নভেম্বরে টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেও তা ব্যবহার করছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বরং নিজস্ব অ্যাপ ট্রুথ সোশ্যাল ব্যবহার করবেন বলে জানিয়ে দেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ