• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৩৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

০১:৫৫ পিএম, ২০ মার্চ ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
বিএনপি
সারাদেশ

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল


সোমবার ২০শে মার্চ ২০২৩ দুপুর ০১:৫৫



বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২০ মার্চ) সকালে সৈয়দপুরে বিএনপির রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি। 

আন্দোলন, আন্দোলন আর আন্দোলন করে এ ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে বলেও জানান তিনি। 

ফখরুল বলেন, ‘এ দেশে একটি ভয়াবহ রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে। রাজনীতির এ সংকট আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে।  এ সরকারের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা সব সময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ডামির রাজনীতি করে এ দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করে বারবার তারা ক্ষমতায় যেতে চায়। তারা আবার ভিন্নভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায়।’ 

বিএনপির এ নেতা বলেন, ‘২০১৪ সালে নির্বাচন করেছে, কোনো নির্বাচনই হয়নি; ১৫৪ জনকে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত করেছে এবং ২০১৮ সালে আগের রাতে ভোট হয়েছে; আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। আসলে কোনো নির্বাচনই হয়নি। ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তারা একে একে ধ্বংস করেছে।’ 

আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা আবার নতুন নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে। এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে, এ দেশের স্বার্থে।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ