• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৩২:৪৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

জনগণের মুখোমুখি হতে পারে না এমন বুদ্ধিজীবীরাই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী


মঙ্গলবার ৩১শে জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৩২



জনগণের মুখোমুখি হতে পারে না এমন বুদ্ধিজীবীরাই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

জনগণের মুখোমুখি হতে পারে না এমন এক শ্রেণির বুদ্ধিজীবী সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো দল দেখে নয়, মানুষের ভাগ্য উন্নয়নেই সরকার কাজ করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকারই নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করেছে।

মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে করোনার মধ্যেও গৃহহীনদের জন্য ঘর তৈরির কাজ চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ