• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৬:৪৬:২৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

আ. লীগ দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়: মির্জা ফখরুল


মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬



আ. লীগ দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

চ্যানেল এস ডেস্ক :

আওয়ামী লীগ উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি সচেতনভাবে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাচ্ছে সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করছে তারা।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। জনগণকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

মির্জা ফখরুল জানান, ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা করবে ৯ ফেব্রুয়ারি আর উত্তরে ১২ ফেব্রুয়ারি। বিএনপি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ