• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৩:০৯ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি গুজব


শুক্রবার ৩রা মার্চ ২০২৩ দুপুর ০১:১৩



মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি গুজব

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তাই লিওনেল মেসিরও অর্জনের আর কিছুই বাকি নেই। তার ক্যারিয়ারের সেরা এই মুহূর্তে প্রচুর অবদান রয়েছে সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফদের। 

লিওনেল মেসি তাঁর আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী সতীর্থদের সবাইকে সোনার প্রলেপ দেওয়া আইফোন উপহার দেবেন, এমন খবর আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে। তবে এক দিনের ব্যবধানে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা পুরোপুরি একটি গুজব ছিল। 

মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচারণা করার একটা কৌশল ছিল এটা।  মেসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক বেঞ্জামিনের। গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল, মেসি ১০। 

এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাদ্যমে পোস্ট করেন বেঞ্জামিন। এ ছবি পোস্ট করার পরই মেসির তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়। 

বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাকে অনুরোধ করেছেন তাচর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য। ওলে জানিয়েছে, আসলে মেসি বা তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেছেন! 

মন্তব্য করুনঃ