• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৪:৪৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

এবি ব্যাংকের বন্ডের আবেদনের সময় ফের বাড়লো


মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:২৬



এবি ব্যাংকের বন্ডের আবেদনের সময় ফের বাড়লো

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের আবেদনের সময় আবারো বাড়ানো হয়েছে। কাঙ্খিত বিনিয়োগকারী না পাওয়ায় এই সময় বাড়ানো হলো। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে। 

জানা যায়, ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেষবারের মতো সময় বাড়িয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। 

২০২১ সালের ২৩ নভেম্বর বিএসইসির ৮০০তম কমিশন সভায় ৬০০ কোটি টাকার বন্ডটির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করার কথা ছিল। বন্ডটির অভিহিত মূল্য এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ