• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ ভোর ০৪:১৮:৪০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াল সৌদি


মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:০৬



এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াল সৌদি

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়িয়েছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব। এ নিয়ে প্রায় ৬ মাস পর জ্বালানি পণ্যটির মূল্য বাড়ালো দেশটি। এশীয় অঞ্চলের বিশেষ করে চীনের ক্রেতাদের চাহিদা বাড়ায় এই দর বৃদ্ধি করলো তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

এতে বলা হয়, চলতি ফেব্রুয়ারির চেয়ে আগামী মার্চে প্রতি ব্যারেল আরব লাইট কিনতে ২০ সেন্ট বেশি গুনতে হবে এশিয়ার ক্রেতাদের। ফলে ওমান/দুবাই গ্রেডের তুলনায় অপরিশোধিত এই তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার বাড়তি থাকবে। 

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে আগে জানা গিয়েছিল, এবার প্রতি ব্যারেল আরব লাইটের দর ৩০ সেন্ট কমাতে পারে সৌদি। 

সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, এমনটা প্রত্যাশা ছিল না। আমি মনে করি, তেলের চাহিদা বাড়ায় এই পথে হেঁটেছে বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশটি। 

আন্তর্জাতিক এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল আশা করেন, চলতি বছর বিশ্বে মোট তেলের চাহিদার অর্ধেকই আসবে চীন থেকে। সৌদি সেই সুযোগটাই নিতে চাচ্ছে। 

বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, আগামী মার্চ থেকে তেলের চাহিদা বেড়ে যাবে চীনের। এসময়ে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার হতে শুরু করবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ