• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৩:০৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ওষুধ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন


মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:২০



ওষুধ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি, ভেজাল ওষুধ তৈরির মতো অপরাধে যাবজ্জীবন সাজার পাশাপাশি আর্থিক দণ্ডের বিধান রেখে ওষুধ আইন ২০২২-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আগে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পরীক্ষা করা হতো না। প্রস্তাবিত আইনে ক্লিনিকাল ট্রায়াল করা হবে। ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষার ব্যবস্থা থাকবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন প্রয়োজন হবে। না হলে শাস্তির ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, ওষুধ প্রশাসন কীভাবে চলবে, ওষুধের মান কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেসব ঠিক করার জন্য একটি নির্বাহী পর্ষদও থাকবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদন, বিক্রি, মজুদ, বিতরণে কীভাবে লাইসেন্স দেয়া হবে, ফি কী হবে, লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা কী থাকবে— এগুলো তারা ঠিক করবে।

একইদিন মন্ত্রিসভার বৈঠকে কপিরাইট আইন ২০২২-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া ১৬ জানুয়ারি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা ও উদযাপনে প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ