• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১৯:৫৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

নিউমোনিয়া প্রতিরোধে সতর্কতা প্রয়োজন


শনিবার ১২ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩৩



নিউমোনিয়া প্রতিরোধে সতর্কতা প্রয়োজন

ছবি : সংগৃহীত

আজ ১২ নভেম্বর। বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

বিশ্ব নিউমোনিয়া দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘নিউমোনিয়া এফেক্টস এভরিওয়ান’। অর্থাৎ নিউমোনিয়া রোগটি রেগীকেও নয়, আক্রান্ত করে সবাইকে।

বর্তমানে প্রাপ্তবয়স্ক ও শিশুমৃত্যুর একক বৃহত্তম কারণ নিউমোনিয়া। তাই সারা বিশ্বেই নিউমোনিয়া রোগটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সমীক্ষা বলছে,বাংলাদেশে প্রতি হাজারে ৩৬১ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। প্রতিদিন গড়ে ৬৮ জন ও বছরে ২৪ হাজার ৮২০ শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়।

নিউমোনিয়া প্রতিরোধে বিশ্বব্যাপী কাজ করছে স্টপ নিউমোনিয়া। গ্লোবাল কোয়ালিশনের উদ্যোগে ২০০৯ সাল থেকে সারাবিশ্বে নিউমোনিয়া দিবসটি পালন করা শুরু হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে থাকে। পাশাপাশি থাকে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ।

দেশে নিউমোনিয়া রোগটির মোকাবিলা করতে টিকাসহ নানা উন্নত চিকিৎসা চালু থাকলেও প্রতিহত করা যাচ্ছে না রোগটিকে।

এর কারণ হিসেবে রয়েছে বায়ুদূষণ, অসচেতনতা, নিরাপদ পানির সংকট, অপুষ্টি এবং সঠিক পরিকল্পনার অভাব। পাশাপাশি ফুফফুস সংক্রমণজনিত রোগ নিউমোনিয়ার ঝুঁকি বাংলাদেশে বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। তাই সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সতর্কতাই হতে পারে নিউমোনিয়া রোগটি প্রতিহত করার প্রধান হাতিয়ার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ