• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫৫:৫০ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

সরকারি বাজেট সঠিকভাবে ব্যয়ের বিকল্প নেই: শাবিপ্রবি উপাচার্য


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ দুপুর ১২:৩১



সরকারি বাজেট সঠিকভাবে ব্যয়ের বিকল্প নেই: শাবিপ্রবি উপাচার্য

ছবি : সংগৃহীত

সরকারি বাজেট সঠিক ও স্বচ্ছভাবে ব্যয়ের বিকল্প নেই, এজন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস জানা জরুরি।

সম্প্রতি আইকিউএসির সম্মেলনকক্ষে দুইদিন ব্যাপী ‘ওয়ার্কশপ অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রোলস ২০০৮’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, সরকারি বাজেট সঠিক ও স্বচ্ছভাবে ব্যয় করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও রুলস জানা জরুরী। আজকের এ আয়োজন তাই সময়োপযোগী। আশাকরি উপস্থিত সবাই যথাযথভাবে আইকিউএসির এ কর্মশালাকে সফল করবেন।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানের সভাপতিত্বে এসময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো রবিউল ইসলাম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ