• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১২:০১:০৯ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

নিউক্যাসলকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি


রবিবার ৫ই মার্চ ২০২৩ দুপুর ১২:৪৭



নিউক্যাসলকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

চলতি মৌসুমে আর্সেনালের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। হাল্যান্ড-ডি ব্রুইনাদের দলটিকে রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গানারদের তাড়া করছে পেপ গার্দিওলার শিষ্যরা।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলকে আতিথ্য জানায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটিজেনরা। মধ্যমাঠের আক্রমণগুলো গুছানো হলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো পাসে বারবার খেই হারাচ্ছিল হাল্যান্ড-ডি ব্রুইনারা। 

তবে ম্যাচের ১৫ মিনিটে ইংলিশ তরুণ তুর্কি ফরোয়ার্ড ফিল ফোডেনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রির পাস ডি-বক্সের বাইরে পেয়ে সামনে এক পলকে দেখে নিয়ে ছুট দেন ফোডেন। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে আরও দুইজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের কোনাকুনি শট নেন তিনি। ডিফেন্ডার সভেন বোটমানের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। 

৩৪তম মিনিটে বাঁ দিকে ফাঁকা জায়গা পেয়ে আক্রমণে উঠে ডি-বক্সে দারুণ ক্রস বাড়ান কেভিন ডি ব্রুইনে। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭টি গোল করা হাল্যান্ড লক্ষ্যভ্রষ্ট হেড করলে বাড়েনি ব্যবধান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। 

৬৪তম মিনিটে মুহূর্তের ব্যবধানে ভালো দুটি সুযোগ তৈরি করে নিউক্যাসল। তবে কাজে লাগাতে পারেনি তারা। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সিটি। বাঁ দিক থেকে সতীর্থের পাস পেয়ে ওয়ান-টাচ পাসে হাল্যান্ড বক্সে খুঁজে নেন বার্নান্দো সিলভাকে। আর পড়ে যাওয়ার আগমুহূর্তে বাঁ পায়ের শটে গোলটি করেন দুই মিনিট আগে ডি ব্রুইনার বদলি হিসেবে নামা সিলভা। 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। এই জয়ের ফলে ২৬ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে সিটিজেনরা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ