• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১৫:৩৩ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

ধর্মঘট আটকাতে পারলো না বিয়ে, সারারাত পায়ে হেঁটে মণ্ডপে হাজির বর


শনিবার ১৮ই মার্চ ২০২৩ দুপুর ০২:৪২



ধর্মঘট আটকাতে পারলো না বিয়ে, সারারাত পায়ে হেঁটে মণ্ডপে হাজির বর

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

মাস কয়েক আগেই ঠিক হয়ে গিয়েছিল বিয়ের তারিখ। কিন্তু বিয়ের ঠিক আগেই বাধে বিপত্তি। বিয়ের দিন গাড়ির চালকদের ধর্মঘট। তবে কি ধর্মঘটের জন্য বিয়ে বাতিল হয়ে যাবে? নাহ, সারা রাত পায়ে হেঁটেই ২৮ কিলোমিটার অতিক্রম করে বিয়ে করতে গেলেন বর। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ভারতের ওড়িশায় এ ঘটনা ঘটেছে। বরের বাড়ি সেখানকার রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। কনের বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে দিবালাপাডু গ্রামে। 

শুক্রবার (১৭ মার্চ) তাদের বিয়ে ছিল। কিন্তু ওইদিন গাড়ি চালকদের ধর্মঘট ছিল। হাজার প্রচেষ্টা করেও বর বা কনেপক্ষ কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেননি। বাধ্য হয়েই বর সিদ্ধান্ত নেন পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন। 

তবে এক বেলায় ২৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করা সম্ভব নয়, তাই বিয়ের আগের দিন, বৃহস্পতিবার থেকেই তারা হাঁটতে শুরু করেন। সারা রাত হেঁটে শুক্রবার কনের বাড়িতে পৌঁছান তারা। সেখানেই বিয়ে হয়। 

এরইমধ্যে বরযাত্রীদের ওই পদব্রজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বরের পোশাক পরা এক ব্যক্তির নেতৃত্বে একদল নারী-পুরুষ সেজেগুজে ফাঁকা সড়কে হেঁটে চলেছেন। তবে ওই বর-কনের পরিচয় জানা যায়নি। 

বুধবার (১৫ মার্চ) থেকেই ওড়িশাজুড়ে গাড়ি চালকদের ধর্মঘট শুরু হয়েছে। বিমা, পেনশন, ওয়েলফেয়ার বোর্ড গঠনসহ একাধিক দাবিতেই বাণিজ্যিক গাড়ির চালকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। তবে এরইমধ্যে শুক্রবার (১৭ মার্চ) রাজ্য সরকারের প্রতিরশ্রুতিতে এই ধর্মঘট ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুনঃ