• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৪:১৮:৪০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জরুরি সভায় বসছে প্রিমিয়ার লিগ কমিটি


বৃহঃস্পতিবার ৯ই মার্চ ২০২৩ দুপুর ১২:৩৩



জরুরি সভায় বসছে প্রিমিয়ার লিগ কমিটি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মধ্যবর্তী দলবদল চলছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে বিরতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটি জরুরি সভায় বসছে। 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন লিগ কমিটির চেয়ারম্যান। লিগ কমিটি দুই স্তরে বিভক্ত। প্রথম স্তরে কাজী সালাউদ্দিন, চার সহ-সভাপতি ও দুই নির্বাহী সদস্য নিয়ে গঠিত। আজ সেই প্রথম স্তরের সভা। আজকের সভা জরুরি হলেও খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন এজেন্ডা নেই। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ফিকশ্চার চূড়ান্ত ও ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পরবর্তী সূচি ঠিক হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েও ক্লাবগুলোর দুঃখ দূর হয়নি৷ লিগের অর্ধেক শেষ হলেও এখনো অংশগ্রহণ ফি পায়নি ক্লাবগুলো। টাকা পয়সা তো নেই, উল্টো ফেডারেশন থেকে বলও পায়নি অনেক ক্লাব। 

লিগ কমিটির দ্বিতীয় স্তরে আহ্বায়কের দায়িত্বে সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক। ঐ স্তরে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবের প্রতিনিধিরা সদস্য। কাজী সালাউদ্দিন লিগ কমিটির চেয়ারম্যান হলেও সহ-সভাপতি মানিকই মূলত ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করেন৷

মন্তব্য করুনঃ