ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচই। দুটি ড্রয়ে নিজেদের জাত চেনাতে পারেনি ব্রাজিল।
কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নির্ধারিত সময়ে উরুগুয়েকে আটকে রাখতে পারলেও ভাগ্য সহায় হয়নি টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে তাদের ৪-২ গোলে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে উরুগুয়ে। শুটআউটে প্রথম শটে উরুগুয়ে গোল করলেও ভুলটা করে বসেন মিলিতাও।
তার প্রথম শটই রুখে দেন রোচেট। পেরেইরা দ্বিতীয় শটে জাল কাঁপাতে পেরেছেন। কিন্তু ডগলাস লুইজের শট পোস্টে আঘাত করলে তখনই শঙ্কায় পড়ে যায় ৯বারের চ্যাম্পিয়নরা। আলিসন উরুগুয়ের চতুর্থ শট রুখে দিয়ে ব্রাজিলের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন। তাতেও লাভ হয়নি। চতুর্থ শটে মার্টিনেলি গোল পেলেও পঞ্চম শটে উরুগুয়ে গোল পাওয়ায়, ৪-২ গোলের জয় নিশ্চিত হয় টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়নদের।
মন্তব্য করুনঃ