• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৪:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দু’জন নিহত


শনিবার ১৮ই মে ২০২৪ দুপুর ০১:১৩



রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দু’জন নিহত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের বড়হাড়িকাবার মনপুদি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ইউপিডিএফ কর্মী ও অপরজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৯) ও ধন্যমনি চাকমা (৩২)। বিদ্যাধন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের সমমনি চাকমার ছেলে। তবে এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। 

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মনপুদি এলাকায় একটি ঘরে অবস্থান করছিলেন ইউপিডিএফের সদস্যরা। তারা সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন। এসময় প্রতিপক্ষ জেএসএসের সদস্যরা বাড়ি ঘেরাও করে ব্রাশ ফায়ার চালায়। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্যমনি চাকমা ঘটনাস্থলেই মারা যান। 

লংগদু থানার ওসি হারুনুর রশীদ বলেন, দুজন নিহতের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তিনি পুরোপুরি জানেন না বলেও জানান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->