• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:৫২:২৩ (19-May-2024)
  • - ৩৩° সে:

এনআইডিসহ নির্বাচন কমিশনের সার্ভার সেবা বন্ধ থাকবে ৪৬ ঘণ্টা


শুক্রবার ১৭ই নভেম্বর ২০২৩ দুপুর ১২:৪১



এনআইডিসহ নির্বাচন কমিশনের সার্ভার সেবা বন্ধ থাকবে ৪৬ ঘণ্টা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার-সংক্রান্ত সব সেবা ৪৬ ঘণ্টা বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। 

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিসসমূহ আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থা এনআইডি যাচাইয়ের সেবা পাবে না শনিবার বিকেল পর্যন্ত।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ