• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৭:১৭ (03-May-2024)
  • - ৩৩° সে:

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো উত্তর আমেরিকার মানুষ


মঙ্গলবার ৯ই এপ্রিল ২০২৪ সকাল ১১:২৫



পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো উত্তর আমেরিকার মানুষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

উত্তর আমেরিকাজুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছেন লাখ লাখ মানুষ। কারণ মহাদেশটির কিছু অঞ্চল থেকে সূর্যকে চাঁদ চার মিনিটেরও বেশি সময় ধরে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে দেখা যায়। খবর সিএনএনের। 

একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায়, সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ মানুষসহ উত্তর আমেরিকার কয়েকটি অঞ্চলের মানুষ উৎসবের আমেজে সূর্যগ্রহণ উপভোগ করেন। তবে কিছু অঞ্চল থেকে মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখতে পান, যখন চাঁদ সূর্যের একটি অংশকে ঢেকে রাখতে দেখা যায়। 

উত্তর আমেরিকাজুড়ে মানুষ এমন জায়গাগুলো ভ্রমণ করেছেন যেখান থেকে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে দেখা যাবে। নাসার তথ্য অনুসারে, যারা একেবারে কেন্দ্রে ছিল তারা সাড়ে তিন থেকে চার মিনিটের সূর্যগ্রহণ দেখতে পেরেছেন। অনেক মার্কিনির জন্য এটি ছিল ২০ বছরের মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার শেষ সুযোগ। কারণ ২০৪৪ সালের আগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। 

অন্যদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমবার পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হওয়া প্রথম স্থানগুলোর মধ্যে একটি হলো মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থিত মাজাতলান শহর। সূর্যগ্রহণ উপভোগ করতে সেখানে আগে থেকেই আকাশের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। মাজাতলানের বাইরে সূর্যগ্রহণটি দেখা যায় মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অঞ্চল থেকেও। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার চার হাজার মাইলেরও বেশি দীর্ঘ এলাকার লাখ লাখ মানুষ তাদের মাথা আকাশের দিকে কাত করে বিস্ময়ের সঙ্গে দেখেছেন—যখন দিন রাত হয়ে গেছে। 

মেক্সিকোর সমুদ্র সৈকত থেকে শুরু করে কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূলীয় অঞ্চল, নায়াগ্রা জলপ্রপাত অঞ্চল থেকেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করে মানুষ। মেক্সিকোর মাজাতলান শহর এবং এর আশপাশে স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে সূর্যগ্রহণটি প্রথম দেখা যায়। 

মন্তব্য করুনঃ