ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার (জুন ৩) উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা কবলিত স্থল পরিদর্শন করবেন। সেই সঙ্গে কটকের হাসপাতালে আহতদের সাথে দেখা করবেন।
শুক্রবার রাতে (২ জুন) উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ মারা যাওয়ায় ঘটনায় তিনি রেলওয়ে কর্মকর্তাদের সাথে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও ডেকেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ `শর জনের বেশি।
বালেশ্বরে সন্ধ্যা ৭টায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।
সূত্র জানায়, একাধিক ট্রেনের সঘর্ষে ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধার, চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী মোদি আলোচনা করবেন।
এর আগে, দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেছেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’
এ নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে তিনি লেখেন, ‘ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যান্য দলও উদ্ধারকাজে ছুটে গেছে।’
এদিকে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। গুরুতর আহতদের দেয়া হবে জনপ্রতি ২ লাখ টাকা করে। জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন অল্প আঘাত পাওয়া যাত্রীরাও। গতকাল শুক্রবার রাতে টুইট করে এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এসব তথ্য জানান দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পশ্চিমবঙ্গেরও অনেক যাত্রী রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ‘নবান্ন’ থেকে ইতিমধ্যে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে বালেশ্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ বগির করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি একটি মালগাড়িতে ধাক্কা দেয় এবং ট্রেনটির ইঞ্জিন মালগাড়ির ওপর উঠে যায়। এতে প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুনঃ